ভোর স্বপ্ন

রাতের ভাড়ারে বসে চাষ করি সময় জমিন
কখন যে এসে গেছে ট্রেন, কেটে গেছে দিন
পেরুতে পেরুতে দেখি দূর হল রাতের আঁধার
ভোরের পাখিরা ছুটে কোলাহল খুলে দেয় দ্বার

আলোকেরা উঁকি মারে আঁধারের সঙ্গম ভুলি
শূন্য ক্যানভাসে দৃপ্তগ্রীবা ঘোড়া রঙ আর তুলি
শেকড় মাটিতে নেই উড়ে যায় যাযাবর মন
চায়ের কাপেতে চুমুক, এইটুক সাধের স্বপন

4 thoughts on “ভোর স্বপ্ন

  1. এক কথায় অসাধারণ। উপমা শব্দের ব্যবহার!!! কতই দারুন আর পরিচ্ছ্ন্ন ছোট্ট একটা লেখা। শুভ কামনা আপনার জন্য।
    আসুন মেতে উঠি সৃষ্টির উন্মাদনায়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।