প্রকাশিত বিজ্ঞাপনের মতো জানলাম –
বিরলচোখে চেয়ে চেয়ে শুধু দেখলাম !
কি ভাবে খুন করে- মানুষ তত্ত্বের ছোট মন-
ও বিবেক বলতে পারো- কত প্রকার হতে পারে খুন?
জানি নিঃচুপ ! শোন তবে-বহুরূপী হয় খুন,
খুনী যারা হায়নার মতো করে খাই খাই ভনভন-
ঠিক খুন করা- রক্তে রাঙা হাতের মতো
গরুর টেবলেটের মতো গুলিতে হয় খুন
সবাই তখন চিৎকার করে বলে উঠে খুন -খুন।
শুধুই হতভম্ব -রক্ত নেই -গুলি মারা নেই দেহ
ভাবছো তবে এ আবার কেমন হলো খুন !
তবুও বিবেকহীনার অন্ত্র দিয়ে খুন আর খুন-
আর জীবিন্ত লাশ, বয়ে চলে শান্তিসুখের গুন
এভাবেই শুধু করলে খুন -হায়না সিংহের মতো
মনুষ্যত্বের মেখে দিলে খুন করার গল্প চুন।
০১/০৩/১৭
———-
প্রচ্ছদ এবং লিখা দুটোই সুন্দর হয়েছে প্রিয় কবি মি. সরকার।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
স্বাগতম মি. সরকার।
কিসের জন্য স্বাগত জানান
কেউ থ্যাঙ্কস বললে প্রতি-উত্তরে আমরা ওয়েলকাম বলি।
এই ওয়েল কামটির অর্থই হচ্ছে স্বাগতম।
আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন।
উত্তরে যা বলার সেটাই আমি বলেছি কবি। ভুল করিনি।
দারুণ
অশেষ ধন্যবাদ দাদা
পড়লাম।
পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ মালেক দা————–