আলোর মশাল নিভে যাচ্ছে
হায় পথ! তুমি এতোটা লম্বা কেন?
মরা মাটির বুকে পোড়া হচ্ছে মানুষ
ভেতর বাহির দুদিকেই জাদুর থাবা
গহিন অন্ধকারে যে পাখি ডাকে তার পাখায় আছে সুবাস
অমঙ্গলের আয়ু নিয়ে আমাদের তীব্র বড়াই
অন্ধকারে শিখে নিচ্ছি জটিল নাচের মুদ্রা।
প্রভু তোমার জ্বরঘুম ভাঙ্গবে কবে
রাতের শহরে জেগে থাকে কামের মানুষ।
গহিন অন্ধকারে যে পাখি ডাকে তার পাখায় আছে সুবাস
অমঙ্গলের আয়ু নিয়ে আমাদের তীব্র বড়াই
অন্ধকারে শিখে নিচ্ছি জটিল নাচের মুদ্রা।
প্রহেলিকা পৃথিবী। পৃথিবী প্রহেলিকা।
আন্তরিক ধন্যবাদ মুুরুব্বী
সুন্দর -শুভ কামনা মোকসেদুল ভা
ই
ধন্যবাদ লিটন ভাই