স্বাধীনতার বুকে সবুজ ঘাস

20150327_182630

এই একটু দাঁড়াও- এই একটু দাঁড়াও-
তোমার স্বাধীনতা নিয়ে যাচ্ছো ঠিক !
আমার স্বাধীনতাকে করচ্ছো ‘রক্ত ঝরা মার্চ’
মনের চেতনাতে,একাই কাটচ্ছো রাতের আচ।

নিজেরটাকে চিন আর বোঝ -অন্যের টাকে
কর খর্ব -কতটুকু রাখতে চাও পরাধীন-
দেখো ঐ মুক্ত আকাশ –দেখো একদিন
ভোরের সূর্য হয়ে পেয়ে যাবো স্বাধীন আর স্বাধীন;

আর মিছিল করবে না কানামাঝির খেলাবে না-
স্মৃতিতেই কাঁদবে শুধু ‘রক্ত ঝরা মার্চ’!
তোমার আচলের নির্বৃত্তে আমার বার মাস-
এতটুকু শোক বয়বে না দক্ষিণা জানালার পাশ।

প্রতিধ্বনীর আওয়াজে মুখরিত- এই একটু দাঁড়াও-
একটু দাও স্বাধীনতা -দেখো স্বাধীনতার বুকে সবুজ ঘাস।
০৬/০৩/১৭
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “স্বাধীনতার বুকে সবুজ ঘাস

  1. স্বাধীনতার মাসে অনবদ্য লিখা। অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার।

    1. আগাম স্বাধীনতার শুভেচ্ছা রইল মুরুব্বী দা
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি আপনাকেউ আগাম স্বাধীনতার শুভেচ্ছা দাদা

মন্তব্য প্রধান বন্ধ আছে।