ডাল কাটন

যমুনার বন্দরে বন্দরে উন্নয়ন
কে দেখে মাঝি শুধু প্রহসন !

জানালা বন্ধ -দরজাটাও বন্ধ-
ঠোঁট বেকিয়ে শুধু রাঙা সন্দ-

সন্দ কুমারী আঁধার পিয়ারী-
ডাকছে বালুচরের জিনপরী;

পরীর ডানায় ঘুরছে কানায়-
উন্নয়নের বাজাতে সানায়!

সানায় উড়ন -কানায় দুলন-
বাহু ডালে ভুমি ঈশ্বর কাটন।

১৪/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “ডাল কাটন

  1. আপনার এমন খণ্ড ভাবনার লিখা গুলোন বেশ ইন্টারেস্টিং।
    ভালোই লাগে প্রিয় কবি মি. সরকার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।