এমনটি হয়

রিমঝিম সেই বৃষ্টির শব্দে ভিজাই
সেই না দুপুর -সেই না বিকেল
হৃদয় দ্বারে ছুঁয়ে ছুঁয়ে যায় !
কথায় তোরা আয় ছুটে আয়;
নেমেছে এই বৃষ্টি ! মাঠভিটাই-
ফুটবল খেলতে যাবি আয় -আয়।

এখনো রূপালী বৃষ্টির মাঝে
সোনালী স্বপ্নের প্রজাপতি সাজে-
যায় ছুটে যায় -ঐ মাঠে ঐ ঘাটে
বল না -তোদের কি এমনটি হয় ?
জলকাদা মাখামাখির কি যে গন্ধ
তোদের হয়েছে শুধু স্বার্থের চন্দ্র !

কখনো বনঘুঘু ধানসালিক বেসে উড়ে যায়
রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
নোনা জলে বুক ভেসে যায়-
বল না -তোদের কি এমনটটি হয়?

৩০/০৩/১৭
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “এমনটি হয়

  1. ‘কখনো বনঘুঘু ধানশালিক বেসে উড়ে যায়
    রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
    আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
    নোনা জলে বুক ভেসে যায়।’

    ___ মা মাটি মানুষ আর প্রকৃতির লিখা আমার বরাবরই অসাধারণ লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।