এক জীবনের গোলক ধাঁধা দিলাম তোমায়
যখন আমি থাকবোনা আর
মিলিয়ে নিও
আমার থাকা, না থাকা আর
থেকেও না থাকার মাঝে
মিল অমিলের ব্যাবধানটা !
মিলিয়ে নিও ।
১৬ মার্চ, ২০১৭
এক জীবনের গোলক ধাঁধা দিলাম তোমায়
যখন আমি থাকবোনা আর
মিলিয়ে নিও
আমার থাকা, না থাকা আর
থেকেও না থাকার মাঝে
মিল অমিলের ব্যাবধানটা !
মিলিয়ে নিও ।
১৬ মার্চ, ২০১৭
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এমন স্বল্প কথায় আপনার এই কবিতাটি পড়ে সত্যই মুগ্ধ হলাম।
অভিনন্দন প্রিয় কবিবরেষু মি. আনিসুর রহমান। ধন্যবাদ।
আপনার মন্তব্যে অতিশয় অনুপ্রানিত বোধ করছি মুরুব্বী স্যার !
স্বাগতম প্রিয় কবি মি. আনিসুর রহমান।