একলা মাঝে সরিষা ভূত
দু’কলা পিঠে লঙ্কার উদ !
উদের গায়ে গঙ্গার সর
তুলে না কেউ-
ভেসে গেলো শস্যক্ষেতের লাশ;
শুধু শনির জলে ঢেউ।
একলা মাঝে সরিষা ভূত-
দু’কলা পিঠে লঙ্কার উদ!
দল সাজে কাক আর কোকিল
হঠাৎ মঠাৎ জলে মরে-
স্থলে মরে আমজনতার গাছে টিল!
রসে বসে যার সর তাই তুলে
তিস্তাতলায় করে ক্ষুত ক্ষুত-
কত বসন্ত এলো গেলো –
তবুও কোন বসন্ত হলো না পিরিত!
তিস্তাতলায় করে ক্ষুত ক্ষুত।
স্বতন্ত্র ধারার লিখা। আপনার লিখায় প্রায়শই পাই। অভিনন্দন মি. সরকার।