তিস্তাতলায় ক্ষুত ক্ষুত

একলা মাঝে সরিষা ভূত
দু’কলা পিঠে লঙ্কার উদ !
উদের গায়ে গঙ্গার সর
তুলে না কেউ-
ভেসে গেলো শস্যক্ষেতের লাশ;
শুধু শনির জলে ঢেউ।

একলা মাঝে সরিষা ভূত-
দু’কলা পিঠে লঙ্কার উদ!

দল সাজে কাক আর কোকিল
হঠাৎ মঠাৎ জলে মরে-
স্থলে মরে আমজনতার গাছে টিল!
রসে বসে যার সর তাই তুলে
তিস্তাতলায় করে ক্ষুত ক্ষুত-
কত বসন্ত এলো গেলো –
তবুও কোন বসন্ত হলো না পিরিত!
তিস্তাতলায় করে ক্ষুত ক্ষুত।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “তিস্তাতলায় ক্ষুত ক্ষুত

  1. স্বতন্ত্র ধারার লিখা। আপনার লিখায় প্রায়শই পাই। অভিনন্দন মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।