দীলখুশ মিঞার সন্দেশঃ কিভাবে ব্লগিং হবে উপভোগ্য

দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।

হাই হ্যালো। আজকে আবারো ব্লগিং নিয়ে আমার ভাবনাগুলি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানকার সব ভাবনা আমার নিজের বটে কিন্তু লেখাগুলি বিভিন্ন পোষ্ট থেকে নিয়ে নিজের মতো করে উপস্থাপন করলাম।

শব্দনীড় একটি সামাজিক ব্লগ, আমাদের সমস্ত আলোচনা তাই সামাজিক ব্লগ নিয়ে।

সামাজিক ব্লগ হল এমন ব্লগ সাইট যেখানে বিভিন্ন ব্যক্তি তাদের মতামত বা মুক্ত চিন্তা তুলে ধরতে পারে। একজন ব্যক্তি একটি পোষ্ট দেবার পর উক্ত ব্লগের অন্যান্য ব্লগাররা তার পোষ্টর উপর মন্তব্য করতে পারে।

ব্লগে কি ধরনের লেখা লিখতে পারেন

সামাজিক ব্লগ একজন ব্লগারের স্বাধীন মতামত প্রকাশের অন্যতম মাধ্যম। সাধারনত সমসাময়িক বিষয়গুলো নিয়েই বেশি লেখালেখি হয়ে থাকে।

আপনি ব্লগে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণীমূলক লেখা, ছবি পোস্ট, ব্যক্তিগত অনুভুতি টিপস পোস্ট, টেকনোলোজি বিষয়ক সহযোগীতামূলক পোস্ট সহ বিভিন্ন ধরনের লেখা পোষ্ট করতে পারেন।

আপনি যদি কবি সাহিত্যিক লেখক বা কলামিস্ট হন বা হতে চান তবে আপনি আপনার কবিতা, প্রবন্ধ, উপন্যাস, কলাম ইত্যাদি ব্লগে পোস্ট করতে পারেন।

সামাজিক ব্লগগুলোতে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়গুলো নিয়ে ব্লগারদের মধ্যে তুমুল আকারে তর্ক-বিতর্ক লক্ষ্যা করা যয়। আপনিও ব্লগের নীতিমালার প্রতি লক্ষ্য রেখে আপনার আদর্শের পক্ষে এই ব্লগীয় বিতর্কে অংশগ্রহন করতে পারেন।

ব্লগে লেখার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে?

আসলে ব্লগে এসে বিশেষ কোন বিষয় খেয়াল রাখতে হবে না, বরং আপনার আশেপাশে চোখকান খোলা রাখলে ব্লগে লেখার নানা বিষয় আপনার খেয়ালে ঘুরপাক খাবে নিশ্চিত। ব্লগে এসে আপনাকে কেবল সেগুলো গুছিয়ে লিখে ফেলতে হবে। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা, আপনার শিক্ষাঙ্গন-অফিসের কোন অনিয়ম অথবা সাফল্য, চলতি পথে কোন দূর্ঘটনা, ট্যাফিক জ্যাম, দৈনন্দিন বাস যাত্রায় ঘটে যাওয়া সকালের অনভিপ্রেত অভিজ্ঞতাকে বলতে পারেন ব্লগে। আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারেন ছবি তুলতে বা ঘটনার ভিডিওচিত্র ধারনে। ব্লগে শেয়ার করুন এসব ’এক্সক্লুসিভ’, এই সূক্ষ্ণ বিষয়গুলোও কিন্তু নাগরিক সাংবাদিকতার অন্তর্গত। এছাড়া বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি-পেস্ট পোস্ট নয়, বরং আপনার প্রতিক্রিয়ামূলক পোস্ট দিতে পারেন।

দ্বীধাহীন বক্তব্য প্রদান করুনঃ

আপনার লেখায় মনের ভাব প্রকাশে কখনই দ্বিধা করবেন না। এতে লেখাটি পাঠকের কাছে আপনার পরিচয় করিয়ে দেবে। মনে রাখবেন পাঠকের সাথে আপনার সম্পর্ক যত বেশি ঘনিষ্ট হবে আপনার ব্লগ এর সফল হবার সম্ভাবনা তত বেশি থাকবে।

প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় ব্লগ লিখুনঃ

কোন প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আপনার মতামত-প্রতিক্রিয়া জানানোর সময় পোস্টের মাঝে বা শেষে সংবাদের সূত্র উল্লেখ করবেন, কারো কোন উদ্ধৃতি , ছবি ব্যবহারেরও সূত্র উল্লেখ করতে সচেতন থাকুন। আপনি অন্য কোন ব্লগ থেকে বা আপনার সহ-ব্লগারের কোন লেখা কপি-পেস্ট করলে অবশ্য অবশ্যই সূত্র উল্লেখ করা উচিত।

লেখাকে সাজানঃ

আপনার ব্লগ পোষ্টের দৃষ্টিনান্দকিকতা আপনার আলোচনার বিষয় বস্তুর মতোই গুরুত্বপূর্ণ। আপনার ব্লগ পোষ্টটি ছোট ছোট অনেকগুলো প্যারা করে সাজান। প্রতিটি প্যারায় সম্ভব হলে দুই বা তিনের অতিরিক্ত বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। বেশিরভাগ পাঠক অনেক বাক্যের জড়োসড়ো করে সাজানো ব্লগ পড়তে আগ্রহী হন না। ব্লগে যথেষ্ঠ ফাকা জায়গা পাঠকের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয় এবং পাঠককে সম্পূর্ণ ব্লগ পোষ্টটি পড়তে আগ্রহী করে। তবে সবসময় অল্প কথায় পোষ্ট দেবার চেষ্টা করুন যা পাঠক সহজে পড়তে পারে।

ব্লগ হতে পারে চিন্তার আদান প্রদানঃ

ব্লগ সামাজিক যোগাযোগের অন্যতম প্লাটফর্ম। ব্লগ টিম কেবল মাত্র সহযোগী, ব্লগের মূল প্রাণ আসলে ব্লগাররাই। ব্লগিংকে প্রাণবন্ত করতে পোস্ট দেয়ার পাশাপাশি সহ-ব্লগারদের পোস্টে মন্তব্য প্রদান করুন, মন্তব্যের জবাব দিন। নাগরিক সাংবাদিকতা কেবল পোস্ট দিয়েই সম্পন্ন হয় না। আলোচনা বা নাগরিক প্রতিক্রিয়াও সফল নাগরিক সাংবাদিকতার অন্তর্গত। তাই পোস্ট অথবা মন্তব্যে সহ-ব্লগারদের প্রতিক্রিয়া-যুক্তি-তথ্য নিয়ে আলোচনায় নিজেকে সম্পৃক্ত করুন।

আপনাদের ভালো হোক। শুভ ব্লগিং।

36 thoughts on “দীলখুশ মিঞার সন্দেশঃ কিভাবে ব্লগিং হবে উপভোগ্য

  1. “ব্লগিংকে প্রাণবন্ত করতে পোস্ট দেয়ার পাশাপাশি সহ-ব্লগারদের পোস্টে মন্তব্য প্রদান করুন, মন্তব্যের জবাব দিন। নাগরিক সাংবাদিকতা কেবল পোস্ট দিয়েই সম্পন্ন হয় না। আলোচনা বা নাগরিক প্রতিক্রিয়াও সফল নাগরিক সাংবাদিকতার অন্তর্গত। তাই পোস্ট অথবা মন্তব্যে সহ-ব্লগারদের প্রতিক্রিয়া-যুক্তি-তথ্য নিয়ে আলোচনায় সম্পৃক্ত করুন।”

    পোস্টে আলোচ্য এবং অতীব প্রাসঙ্গিক বিষয়টি অনেক সহজ ভাবে আলোচিত হয়েছে।

    1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

      হাই হ্যালো।

      পোষ্টের শুধু মন্তব্য বিষয়টি শুধু দেখলেন আর কিছু আপনার চোখে পড়ল না।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

      আপনার ভালো হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    2. কি করবো হাই হ্যালো দীলখুশ মিঞা সাব।
      শত পোস্টে মন্তব্য এবং পোস্টদাতার প্রতি-মন্তব্যের অনীহা; হতাশাময় চিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  2. ভালো লাগলো ,আমি ব্লগে আমার কথাই লিখি। বানিয়ে লিখতে পারি না তাই গল্প কবিতা আমাকে দিয়ে হয় না ।

    1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      দেখুন পোষ্টে বোল্ড করা
      আপনি যদি কবি সাহিত্যিক লেখক বা কলামিস্ট হন বা হতে চান তবে আপনি আপনার কবিতা, প্রবন্ধ, উপন্যাস, কলাম ইত্যাদি ব্লগে পোস্ট করতে পারেন।

      যারা ঐসব করে তারা মহান, আপনি আমি সাধারণ, চমরা ব্লগিং করি কি বলেন।

      আপনার কল্যাণ হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. নিজের লেখা হোক আর যাই হোক সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রকাশ করেছেন।
    ধন্যবাদ জনাব দীলখুশ মিঞা।
    লাল গোলাপ এবং মোহনীয় বৈশাখী শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
      হাই হ্যালো।
      @ খালিদ ওমর
      আপনি ঠিক ধরেছেন যে পোষ্টটি ইনটেক আমার নয়, নানা মুনির নানা মতে সাথে যোগ করে দিয়েছি আমার যত ভাবনাগুলি।

      আমায় ভাবতে দে, ভাবতে দে না

      আপনার কল্যাণ হোক

      1. এখানকার সব ভাবনা আমার নিজের বটে কিন্তু লেখাগুলি বিভিন্ন পোষ্ট থেকে নিয়ে নিজের মতো করে উপস্থাপন করলাম।

        হ্য ভাই আপনার এই কথার প্রেক্ষিতেইতো বললাম লেখা যার বা যাদেরই হোক সুন্দর করে মুল কথাগুল গুছিয়ে উপস্থাপন করেছেন। ব্লগিং একা একা করা যায় না! comunity ব্লগেরতো এটাই আনন্দ যে সবাই মিলে মিশে হাসি, তামশা, ইয়ার্কি, আনন্দ করা যায়।
        ব্লগিং সম্পর্কে আমার লেখাগুলি দেখেনিতে পারেন যদি সময় থাকে।
        ব্লগিং এ আদবকায়দা শালীনতাhttps://www.shobdonir.com/md-khalid-umar/104498
        ব্লগিং এর মূলমন্ত্রhttps://www.shobdonir.com/md-khalid-umar/103522
        এর আগে এমন আরও আছে এবং সামনেও আসবে আশা করি।

      2. হাই হ্যালোর পক্ষ থেকে লাল গোলাপ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

        আপনার পোষ্টগুলি আমার দৃষ্টি এড়িয়ে যায়নি।

        আপনার কল্যাণ হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      3. আমারে পুড়াতে যদি এত লাগে ভাল

        জ্বালো আরো আগুন জ্বালো—

  4. হাই হ্যালো ভাই, আমি একটি রাজনৈতিক পোষ্ট দিয়েছি আপনার এই পোষ্টকে ফলো করেছি। এই ব্লগের গতির তুলনায় খারাপ না হিট।

    ধন্যবাদ।

    1. হিট মাসে সুপার ডুপার … ঢালিউডের ছবির নায়কের মতো হিট আপনি । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      1. শব্দনীড়ও একটা ব্লগ, ঢালিউডও একটি ইন্ড্রাট্রি—–

      2. কেবল কবিতা! এটা একটা সামাজিক ব্লগ!!!

        সত্যি স্যালুকাস কতই ভদ্র এই ব্লগের ব্লগাররা। হাস্যকর, তাদের মন্তব্য। শুভ সকাল আপনার পোষ্টটি ভালোর চুড়ান্ত হয়েছ, এমন।

      3. আমি সম্ভবত ঠিক বুঝাতে পারিনি।

        আমি শব্দনীড় ব্লগের সাধারণ প্রবনতার কথা বুঝাতে চেয়েছিলাম।

      4. সম্ভবত একটা ভুল বুঝাবুঝি হচ্ছে।

        আমি ভেবেছিলাম আমিই বুঝি রস খুজি, দেখি রস খোজে সকল রসিকগন

    2. @থার্ড আই

      আমি আপমার পোষ্টটি লক্ষ করেছি। আর একটু ছোট হলে পোষ্টটি আরও ভাল লাগত।

  5. কানে ধইর‍্যা মাফ চাইলাম । মন্তব্য করা ছেড়ে দিলাম । যেখানে রসবোধ নেই সেখানে কথা না বলাই শ্রেয় ।

    1. একটা ভুল বুঝাবুঝি লক্ষ করছি।

      ঝগরা ঝাটি মাপ করো, আমার পোষ্টটি হিট করো।

  6. উম… এতো কিছু করতে পারবো না! যার যা সামর্থ তাই সে করুক। কেউ গ্রামার মুখস্ত করেও ভাষা শেখে না আবার কেউ এমনিতেই শেখে।

    যাই হোক ভালো উপদেশ দিয়েছেন! ধন্যবাদ জানাই… শুভেচ্ছা জানাই…

    1. আপনি যদি কবি সাহিত্যিক লেখক বা কলামিস্ট হন বা হতে চান তবে আপনি আপনার কবিতা, প্রবন্ধ, উপন্যাস, কলাম ইত্যাদি ব্লগে পোস্ট করতে পারেন।

    2. আসলে গ্রামার বিষয় না, মাঝে মাঝে

      আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা, আপনার শিক্ষাঙ্গন-অফিসের কোন অনিয়ম অথবা সাফল্য, চলতি পথে কোন দূর্ঘটনা, ট্যাফিক জ্যাম, দৈনন্দিন বাস যাত্রায় ঘটে যাওয়া সকালের অনভিপ্রেত অভিজ্ঞতাকে বলতে পারেন ব্লগে। আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারেন ছবি তুলতে বা ঘটনার ভিডিওচিত্র ধারনে। ব্লগে শেয়ার করুন এসব ’এক্সক্লুসিভ’

      এতে করে নিজের এবং অন্য ব্লগারদের ভিন্ন স্বাদ পাওয়া হয়।

      আমি কবিতা পছন্দ করি এবং আপনার কবিতা আমার ভালো লাগ।

      আপনার কল্যাণ হোক।

  7. “ব্লগিংকে প্রাণবন্ত করতে পোস্ট দেয়ার পাশাপাশি সহ-ব্লগারদের পোস্টে মন্তব্য প্রদান করুন, মন্তব্যের জবাব দিন। নাগরিক সাংবাদিকতা কেবল পোস্ট দিয়েই সম্পন্ন হয় না। আলোচনা বা নাগরিক প্রতিক্রিয়াও সফল নাগরিক সাংবাদিকতার অন্তর্গত। তাই পোস্ট অথবা মন্তব্যে সহ-ব্লগারদের প্রতিক্রিয়া-যুক্তি-তথ্য নিয়ে আলোচনায় সম্পৃক্ত করুন।”

    মুরব্বীর পোষ্টের প্রেক্ষিতে বলতেই হয় এবিষয়টি অনেকেই খেয়াল করেন না। ফলে লেখক এবং লেখিকা অনেকেই নিরাশ হয়ে পড়েন। আশা করি সকল লেখক ও লেখিকা সবাই মন্তব্য করব এবং মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাব। এভাবে সকলকে উৎসাহ দেব। মুরব্বী স্যারকে এবং দীলখুশ মিঞার (স্যারকে) সন্দেশ কিভাবে ব্লগিং হবে উপভোগ্য পোষ্টের জন্য যারপর নাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

    1. আসলে ব্লগে এসে বিশেষ কোন বিষয় খেয়াল রাখতে হবে না, বরং আপনার আশেপাশে চোখকান খোলা রাখলে ব্লগে লেখার নানা বিষয় আপনার খেয়ালে ঘুরপাক খাবে নিশ্চিত। ব্লগে এসে আপনাকে কেবল সেগুলো গুছিয়ে লিখে ফেলতে হবে। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা, আপনার শিক্ষাঙ্গন-অফিসের কোন অনিয়ম অথবা সাফল্য, চলতি পথে কোন দূর্ঘটনা, ট্যাফিক জ্যাম, দৈনন্দিন বাস যাত্রায় ঘটে যাওয়া সকালের অনভিপ্রেত অভিজ্ঞতাকে বলতে পারেন ব্লগে। আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারেন ছবি তুলতে বা ঘটনার ভিডিওচিত্র ধারনে। ব্লগে শেয়ার করুন এসব ’এক্সক্লুসিভ’,

  8. প্রিয় হ্যালো ভাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif
    পোষ্ট কিন্তু হিট হইয়া গেছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif
    চাইলে এখন ডিমভি ভাজবার পারেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
    শুভকামনা থাকলো

    1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      হাই হ্যালো।

      দীলখুশ মিঞার দীল নরম
      তাই তার পপোষ্টগুলো গরমা গরম।

      আপনার ভালো হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      হাই হ্যালো।

      দীলতো পাগল হে
      মাইয়া দুইডা আর ফুলগুলি নাচেরে

      দীলতো বহুত খুশ হে—-

      আপনার ভালো হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. বহুত কষ্ট কইরা লিখছেন। আসেন এইবার তেঁতুলের শরবত খান

    1. ডেতুল পাতা তেতুল পাতা
      তেতুল বড় টকরে
      আর এক গ্লাস শরবত খেতে
      আমার বড় শখরে——

      1. তেতুলের শরবত শেষ। তাই আর গ্লাস দিতে পারছি না। এই লন ডালিমের শরবত। কামে দিব। কলিজায় ব্যারাম থাকলে সাইরা যাইব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।