রেসকাটা ফুল

ভালোবাসার পরিচয়টা সে তো
সুগভীর -সমুদ্র হার মানায়-
রক্তের বন্ধন মূলে হারায় –
তবুও ভালোবাসাদের দ্বার শূন্য !
আজও অবুঝ কণ্ঠ ভরা গান!
শুধু উল্টোপিঠ মঙ্গলগ্রহে-
পরিচয়ের ইতি টান;
তাতেই বা কি ঘোর আনন্দ কাটে রেস –
আরো চাই ভালোবাসার কালবৈশাখীর মেঘ;
মুখে যাবে সবুজ ঘাসের বুকে
হায় হায় করে দল বহর মেষ !
পরিচয়টা ঐখানে ত্যাগেমেগে
মহৎগুণে বিনম্র ফুল।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “রেসকাটা ফুল

  1. চমৎকার।
    শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।