মেঘলা ক্ষণ, মস্তিস্কের চরাভুমিতে
গোবরা রসুন চাষ করা হচ্ছে-
তাতে কোন ঝাঁজ নাই -ঝাল নাই-
তবুও গুণে মানে ভরপুর পাচ্ছে!
-জলের মাথায় ভাব রস করে টসটস
বাতাসের মেঘে জলগন্ধ একটু ধায়-
গোবরা রসুন থালা বসে হিমঘরে খায়;
সবুজপাতার প্রজন্ম আর যেনো না বায়
শুধু চরামস্তিস্কের শেওলার বাতাস পাই।
1 thought on “এখন চরামস্তিস্ক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার।