এখন চরামস্তিস্ক

মেঘলা ক্ষণ, মস্তিস্কের চরাভুমিতে
গোবরা রসুন চাষ করা হচ্ছে-
তাতে কোন ঝাঁজ নাই -ঝাল নাই-
তবুও গুণে মানে ভরপুর পাচ্ছে!
-জলের মাথায় ভাব রস করে টসটস
বাতাসের মেঘে জলগন্ধ একটু ধায়-
গোবরা রসুন থালা বসে হিমঘরে খায়;
সবুজপাতার প্রজন্ম আর যেনো না বায়
শুধু চরামস্তিস্কের শেওলার বাতাস পাই।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “এখন চরামস্তিস্ক

  1. কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।