ছন্দের ছানাবড়া, শব্দের সন্দেশ
ছন্দেই খাওয়াব কবিতার দরবেশ।
তার আগে করে নাও অক্ষরে আচমন
ছন্দের গন্ধেই ভেঙে যায় কাচ মন।
খাওয়া সবে শুরু হল দাও পাতে শুক্তো
নুন লেবু পাশে থাক,কাছা কর মুক্ত।
এনেছি গরম আজ বাক্যের বেগুনী
ছড়ার কড়াতে ভাজা স্বাদ হয় দুগুনি।
এতসব খাওয়া দাওয়া এইখানে চলছে
আগে কিছু বুঝিনিকো মাথা তাই টলছে।
উপভোগ করতেই এইখানে এসেছি
এতদিন উপোসের শোধ তাই তুলছি।
মাঝে মাঝে মেনু লিস্ট পাচ্ছিনা দেখতে
ফেবু খুব পাজী, বলে রি রিলোড করতে।
খাওয়া শেষে হেউ হেউ অসাম সুন্দর
খাব দাব লুটে নেব ফেবুর বান্দর।
আরে নানা থাক থাক আজ নয় কান্না
আজ শুধু হয়ে যাক রকমারী রান্না।
ভেজালের দুনিয়াতে আমরা ভেজাল খাই
খাঁটি খেলে জেনে রেখ পটলডাঙায় যাই।
মোগলাই রান্নায় চিনেদের সঙ্গত
কি করি কোথা যাই,লোভ বাড়ে বদখত।
এই ভালো সেই ভালো … এই নে ছড়া। অভিনন্দন রইলো প্রিয় সৌমিত্র।
বেশ সুন্দর। পাঁচ তারকা দিলাম তাই।