শুধু ক্রমবর্ধমান অসুস্থ এই চরানগরীক।
উম্মাদ নগরপ্রমুখগণের প্রলাপ সমৃদ্ধ নোংরা আইনে কয়েক ঘন্টা কারাদণ্ডিত করলো-
সমস্ত ক্ষণ যেনো আস্তাকুঁড়ের মতো মনে হলো!
সাহচর্যে ক্রমেই অনুভূতিহীন, নির্দয় নৃশংস অদৃশ্য রুঢ় শেকল পারা অপার্থিবের ধ্বনি
শ্বাসরুদ্ধকর নির্ঘুম রাত পুহালো।
প্রমুখগণের কাছে নিংড়ানো ওই নগরের সামান্যতম অনুভুতির অঙ্কুর ফুটলো !
খুঁজে পাই নিরবচ্ছিন্ন সবুজ কাঁচের চুরির গান, অবিচ্ছিন্ন নিটোল সুখ;
স্পর্শের সুকোমল কৃষ্ণচুড়া পাপড়ি ছড়ে গেলো!
নিস্তেজ হয়ে উঠল বিষাদনগরীকের দেহ !
এতটুকু বুঝল না নগরপ্রমুখকন্যা –এখানে নিশ্চুপ হ্রদের পাড়ে-
নিরর্থক ঘাসফড়িংর উড়ে-কিছুটা অযৌক্তিক হলেও সত্য
বিশুদ্ধ অনুকরণ এই নগরীক শুধু মনে করে।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।