(একটি অরাজনৈতিক কবিতা)
দিন দুপুরে গভীর রাতে
চারিদিকে চলছে যখন
যুদ্ধ, বোমা, চাপাতি আর গুলি,
নিজের কাজে ব্যস্ত ভীষন
প্রতিক্রিয়ায় নইতো কৃপন
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?
বর্ণ এবং জাতীভেদে
মানুষ যখন মরছে কেঁদে
নিজের জাতই সবার সেরা বলি,
মনের মাঝে শান্তি নিয়ে
নিজের সমাজ রক্ষা করি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?
দেশের টাকা যখন লোপাট
সিন্দুকেতে চাবি এঁটে
আমার ঘরে বন্ধ কপাট,
কোথায় কাহার কত আছে
সাবধানেতে হিসেব কষতে বলি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?
ধর্ষিতা হয় যখন তনু
আমি ভীষন চিন্তিত হই
দুষ্টু লোকের কান্ড কি সই !
সংযমী হও আবাল বৃদ্ধা
ফর্সা, কালো সব মেয়েকে বলি
আমি কি আর গা বাঁচিয়ে চলি ?
২৪ মার্চ, ২০১৬
সমাজের এই তমসা আমাদের জাতীয় জীবনের অভিশাপ। এই ব্যবস্থাপনা থেকে উত্তরণের পথ আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পাবো কিনা জানা নেই।
শুভ সকাল মি. আনিসুর রহমান। ধন্যবাদ।
ব্যাক্তি জীবন থেকেই জাতীয় জীবনে এর ব্যাপ্তি ! তাইতো নিজেকেই ধিক্কার দিতে পারি শুধু । এই ব্যবস্থাপনা থেকে উত্তরণের পথ আমাদের জীবদ্দশায় আমরা দেখতে না পারলেও পরবর্তী প্রজন্মের জন্য ভালোর সুরুটা করতে হবে আমাদেরই । তা নাহলে জাতি অভিশাপ মুক্ত হবে কি করে ?
অনেক অনেক শুভ কামনা মুরুব্বী স্যার !
শুভ কামনা আপনার জন্যও মি. আনিস।
‘আমি কি আর গা বাঁচিয়ে চলি?’
ছন্দে ছন্দে ভালো বলেছেন। শুভ কামনা কবি।
শুভ কামনা আপনাকেও কবি !






