চোরাবালি

চোরাবালি

ঐপথের বাঁকে চোরাবালি
এই ডুবি -এই ভাসি-
কুল কিনারায় শখের নদী !
নয় যমুনা নয় বাঙ্গালী
বুকের নদে একখানা জলের ছবি।

কি ভাবছি সর্বি গড়েছি সমাধি
শুধু চিহ্ন মাটির এ ঘাসফড়িং-
বিরল মনে বসে না তাই প্রজাপতি !
এই ডুবি- এই ভাসি;

আঁধার নীলে শুধু জোনাকি
এযে চোরাবালির গায়ে মিটি মিটি
কেন দিলে কানামাছির ফাঁকি-
কি পেলে অবশেষে অথৈ জলের অবধি?

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “চোরাবালি

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।