বারান্দায় ঝোলানো একটা সাদা শাড়ি উড়ছে
আমরা দেখছি
আর দেখছি
সত্যি বলছি আমাদের চোখের কোন অসুখ নেই
দেখতে আমাদের কোনরূপ ক্লান্তি লাগে না
এই যেমন জটলা দেখলে উঁকি মেরে দেখি
সাহেবের বাড়ি কিংবা পতিতার ঘর।
একটা শাদা শাড়ি উড়ছে
আমরা ভুলে গেছি কালো শাড়ির শোকগাঁথা।
বেশ গম্ভীর একটি কবিতা। বেশ লিখেছেন প্রিয় কবি। শুভ সকাল।
ধন্যবাদ মুরুব্বী