বসেছি ঝিঙে ফুলে
ফিঙ্গের ঠোঁটে
ছড়েছি ভেলা শস্যে রাঙ্গা জলে
গোধূলির তপ্ত লালে- মেঘের মই
ছুঁয়েছি অশোকের শানিত তরবারি-
রক্তের স্পন্দন;
ছুঁয়েছি সারেঙ্গী সুর, শঙ্খের চুম্বন
খরামগ্ন তৃষিত জমি- ঘাসফড়িঙ এর হৈ চৈ;
শুধু তোর জন্য-
থেকেছি জেগে রাত্রি, ভুগেছি অন্ধকার অথই…
দেখেছি কৈলাস…ঝর্ণা নিরবধি… চম্পা, চামেলি,জুঁই
বলতে কি পারিস -তুই
আমার মতো প্রেমিক- খুঁজে পাবি কই?
কোথায় পাবি- সুরভী নিঃশ্বাস
আবাদের ধর্ম মেনে মেখে-
এক টুকরো কর্ষিত জমি- কোথায় পাবি
যেখানে তোর স্বপ্ন করবি চাষ;
আমি তো অধীর হয়ে রই- বিষাদের অপেক্ষা সই
বলতে কি পারিস-তুই
আমার মত প্রেমিক- খুঁজে পাবি কই?
দাউদুল ইসলাম
২৩/৫/১৭
‘ছুঁয়েছি সারেঙ্গী সুর, শঙ্খের চুম্বন
খরামগ্ন তৃষিত জমি- ঘাসফড়িঙ এর হৈ চৈ;
শুধু তোর জন্য-
থেকেছি জেগে রাত্রি, ভুগেছি অন্ধকার অথই…’
___ বেশ কিছু অপ্রচলিত শব্দ লিখাটিকে বেশ গভীর করে তুলেছে স্যার। গ্রেট।
* প্রিয় কবি, শব্দ চয়নে চমৎকারিত্ব মুগ্ধ করার মত…
ভালো থাকুন নিরন্তর।
ধন্যবাদ প্রিয়- <3
আমি উৎসাহিত আপনার মন্তব্যে
শুভেচ্ছা রইল কবি। কবিতাটির কয়েকটি পদ বেশ লেগেছে….তবে সবচেয়ে ভাল লেগেছেঃ
“বলতে কি পারিস -তুই
আমার মতো প্রেমিক- খুঁজে পাবি কই? “….দারুণ
ধন্যবাদ প্রিয়-
আমি উৎসাহিত আপনার মন্তব্যে