আর কত নোনা জল
সূর্য রোদের নিঠুর যৌবন খেলায়
নরম দেহে অসহ্য কষ্ট !
নদ নদীর মতো নোনা স্রোত বয়ে যায়
সময় ক্ষণ হচ্ছে কত নষ্ট;
আর কত খেলবে তাপদাহ রাঙা রঙিন
ভিতর বাহির করে খানখান –
দিয় না ঈশ্বর, জীবন ঘেষে জল শৃন্য মরণ!
শুধু এই ফেরেস্তার মতো
শিশু রা হয়ে যাচ্ছে যখন তখন পিষ্ট;
আর দিয় না সময়কালের কষ্ট।
হিম শীতল বাতাস দাও আরও দাও বৃষ্টি
ক্ষীণকালে বাঁচতে যাই –
আর নয় নোনা জল, নতুন কোন পূণ্যের
স্বাদ পায়ে গড়ি কৃষ্টি।
কবিতায় শুভেচ্ছা রাখি বাউল কবি মি. সরকার।