আত্মচিন্তন-২

সম্পর্ক তৈরী হয়। শেষ হয় না কখনো। বিভিন্ন সম্পর্কের মানুষ গুলো বিভিন্ন সময় ঘুরে ফিরে আসে বিভিন্ন রুপে। আমাদের শুধু অপেক্ষা করতে হয় সবাইকে নতুন রুপে দেখবার। প্রতিটা সম্পর্ক প্রতিদিনই নতুন। সম্পর্কের প্রকৃতি পালটানো সম্পর্কগুলোও প্রতিদিন নতুন হয় যেমন নতুন হয় প্রকৃতি না পালটানো সম্পর্কগুলো। কেন ? কারন সম্পর্ক পাল্টায় না কখনো, পাল্টায় মানুষ !!!

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

4 thoughts on “আত্মচিন্তন-২

  1. সম্পর্ক পাল্টায় না, পাল্টায় মানুষ !! ___ সন্দেহ নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ এবং বিশেষ ধন্যবাদ স্যার !

  2. আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে ভাই ! এবার নতুন করে প্রতিজ্ঞা করেন মন্তব্য করে করে সবাইকে জালিয়ে মারবেন ! ( মাইন্ড করলে কষ্ট পামু ভাই !)
    আপনার কথা পুরোটাই সত্য ভাই । আমি শুধু বুঝাতে চেয়েছি কোন সম্পর্কই শেষ হয়ে যায় না, শুধু সম্পর্কের ধরন বা প্রকৃতি পাল্টায় ! সম্পর্ক সত্যি শেষ হয়ে গেলে আপনি কি সম্পর্ক সম্পর্কে এই মন্তব্য করতেন ? ভুলেই যেতেন । তাই নয় কি ?

মন্তব্য প্রধান বন্ধ আছে।