পূর্বপুরুষের বাণী কথা

পূর্বপুরুষের বাণী কথা

ভজন পিঠে কথা আর বাণী
ভাবনার দৃষ্টি পরেছে ছানী
স্বার্থপরতার গায়ে ছলনার-
শুকনো ঈমানির ফুলদানী ।

শুধু গন্ধ সুবাস নিম্ন কামী
কোরান হাদিস করছে ধামী
কাদছে মন- ভিজছে দেহ-
গত পূর্বপুরুষের পথ গামী!

সময়ের হটকথায় রঙ্গমঞ্চ
থাকতে সময় ধর্ম কর্ম মানি!
ডাকছে পূর্বপুরুষের ঐ পথ
এই বুঝি হলো মৃত্যু জানি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “পূর্বপুরুষের বাণী কথা

মন্তব্য প্রধান বন্ধ আছে।