আলোকিত মন

আলোকিত মন

আমি ত্রিশদিনের সাথে সঙ্গবোধ্য
দিবালোয় চোখে মুখে হাতে পায়ে
এমনকি সমস্ত দেহের ছিধ্য রাখি বন্ধ-
এ শিক্ষা আমার সন্ধ্যা পারে আন্তমিল ছন্দ!
এভাবেই ঘুরেফিরে মুছে যাক মন্দ
আমি ত্রিশদিনের সাথে সঙ্গবোধ্য-
আমার সামনে আঁধার পথ চিরধাজ্য
কবুল কর ছিয়ামসাধনার সমক্ষণ
এধরণির বুকে হয়ে যাই আলোকিত মন।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “আলোকিত মন

  1. কবুল কর ছিয়ামসাধনার সমক্ষণ
    এ ধরণির বুকে হয়ে যাই আলোকিত মন।

    সিয়াম সাধনায় আমরা আমাদের মন কলুষমুক্ত করি। আমীন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।