আলোকিত মন
আমি ত্রিশদিনের সাথে সঙ্গবোধ্য
দিবালোয় চোখে মুখে হাতে পায়ে
এমনকি সমস্ত দেহের ছিধ্য রাখি বন্ধ-
এ শিক্ষা আমার সন্ধ্যা পারে আন্তমিল ছন্দ!
এভাবেই ঘুরেফিরে মুছে যাক মন্দ
আমি ত্রিশদিনের সাথে সঙ্গবোধ্য-
আমার সামনে আঁধার পথ চিরধাজ্য
কবুল কর ছিয়ামসাধনার সমক্ষণ
এধরণির বুকে হয়ে যাই আলোকিত মন।
কবুল কর ছিয়ামসাধনার সমক্ষণ
এ ধরণির বুকে হয়ে যাই আলোকিত মন।
সিয়াম সাধনায় আমরা আমাদের মন কলুষমুক্ত করি। আমীন।