নিকটদূর

নিকটদূর

যদি দূরে থাকো
শত সহস্র আলোক বর্ষ
নক্ষত্র রাজির চেয়েও দূরতর
কোন এক প্রানহীন গ্রহে,
তবে প্রাণপনে চাই শুধু
অতি ক্ষীণ রশ্মি ধারায়
অতৃপ্ত অবগাহন !

যদি কাছে আসো
এমনকি সবচেয়ে নিকটতম স্পষ্ট দৃষ্টির চেয়েও বেশী নিকটতর
তবে প্রানপনে চাই শুধু মুক্তি
তোমা হতে বহুদূরে,
যদিও নেশায় বুদ্ হয়ে থাকি
কোন এক গভীরতর ঘোরে
এ কেমন অসহনীয় সুখের প্লাবন !

২৮ এপ্রিল, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

3 thoughts on “নিকটদূর

  1. মধুর চাওয়ার প্লাবন ঘটিয়েছেন মি. আনিসুর রহমান।
    তবে শেষ লাইনটার ‘এ কেমন’ যোগে বিপাকেও ফেলে দিয়েছেন। :)

    শুভ সকাল এবং শুভেচ্ছা রইলো আপনার জন্য। ভালো থাকুন। পাশে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মানব জীবন বিপাকময় । বিপাক আছে বলেই মাঝে মাঝে মধুর চাওয়া পাওয়াগুলো প্লাবন ঘটিয়ে দেয় । আমরা প্লাবিত হই সুখে ও অ-সুখে !
    শুভ সকাল স্যার । ভালো থাকুন নিরন্তর !

মন্তব্য প্রধান বন্ধ আছে।