ক্রোধবংশধর

ক্রোধবংশধর

ধরণীর বুকে আমরা সবাই কবি
তাই কোন কবিতাই পাঠ করি না-
আমরা সবাই এক রঙিন গল্পকার
তাই গল্প খুঁজি- সোনালী বিছানা!
আমরা সবাই এখন ভাবস্বপ্ন ক্ষর-
বুঝি না এক কবিতার প্রসববেদনা;

রঙের পুতুল দেখে ভাবালিঙ্গ উড়ায়-
তবে শ্লোগানে মুখর আমরাই শ্রেষ্ঠ কবি।
শুধু ক্রোধবংশের উলঙ্গ সবিতার সৃষ্টি
যেখানে মানবতারএ আঁকে না কোন ছবি!
এ ধরণীর ঘোড়িরকাটা তেমনী থাকবে-
থাকবে না অকবিত্বের গুণপাঠা বলি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “ক্রোধবংশধর

  1. আমরা সবাই এখন ভাবস্বপ্ন ক্ষর-
    বুঝি না এক কবিতার প্রসববেদনা;
    * ভালো বলেছেন কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।