আয়নাজল
………………….
বিকেলের রোদ হেলে পড়লে এসো, অার একবার উঠে বসি হারাধনের নৌকায়।
প্রমত্ত জলে রাত্রির কালোমুখের মতো যে প্রতিবিম্ব দেখি – মনে করিয়ে দেয় নিষিদ্ধ ফলের মতো রমণীর কিচ্ছা। একমুঠো আগুন ছুঁই না আর। রসের নাগর – হাড়িটা উল্টে গেলে – অ্যাসিডে ঝলসে দাও পুরোটা নগর। এসো, আয়নাজলে ডুব দেই আবার। আমি ধার্মিক নই – মন খারাপের এমন দিনে – হারাধন মাঝিকেই আমার পরম আত্মীয় লাগে।
অনেক সুন্দর গদ্য লিখন।
অভিনন্দন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। 
গদ্যের আবেদনে পদ্যের অনুভূতি অসাধারন !