বলছি নে আমিও কবি হবো
বলছি নে আমিও একজন কবি হবো
দিনান্তে পান্তা ফুরায়, অনাবৃত সময়ের কথা কাকে বলি? কাকেরঠ্যাং… বকের পা
অথচ রাস্তার কুকুর কতো নিশ্চিন্তে ঘুমায়!
আমরা সবাই একই সমুদ্রে বাস করি
অথচ কী চমতকার! প্রত্যকেই যেনো এক একটি বিচ্ছিন্ন দ্বীপ
তাহলে আমার সমুদ্রের কি হবে আদিবাসী দ্রাবিড় জীবন!
তাহলে সমাজবাদী রসায়ন আর কতো?
উচ্ছেদক হউক তাবিজ-কবজ এই গ্রহের সমস্ত সুখেরকাঁটা
তাহলে বাণপ্রস্থ বাণপ্রস্থ বলে চিৎকার করে আর কী লাভ?
বলছি নে আমিও একজন গন্যমান্য কবি হবো…
গুণের কবি অথবা শৌখিন
যেখানে আজও বুঝতে পারছি না লৌকিক-অলৌকিক
একটা সাপের কয়টা পা………???
সেখানে আমি কেবল-ই একজন নগন্য পাখির ছা!!
কবিতার জন্য অভিনন্দন প্রিয় কবি মি. জসীম উদ্দীন মুহম্মদ।
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
কবিতায় ভালো লাগা
কৃতজ্ঞতা জানবেন।
যেখানে আজও বুঝতে পারছি না লৌকিক-অলৌকিক
একটা সাপের কয়টা পা………???
সেখানে আমি কেবল-ই একজন নগন্য পাখির ছা!!
//সবাই কবি নয়, কেউ কেউ কবি ! তবে কবি হওয়ার চেয়ে মনে হয় নিজের লেখাটা কবিতা হয়ে উঠলে বেশী তৃপ্তি পাওয়া যায়। ধন্যবাদ কবি আপনার সুন্দর কবিতার জন্য !
যথারথ বলেছেন। কৃতজ্ঞতা জানবেন।