গতিহীন দুর্গতি সবাইকে সবার থেকে আলাদা করে দেয়; একাকী নিঃস্ব করে দেয়;
প্রত্যেকেই ভাঙ্গতে চাই নদীর মত –
আমরা প্রত্যেকেই ভাঙ্গতে চাই; আমাদের মত …
ভেঙে দিই থামিয়ে দিই সম্পর্কগুলোর অচেনা
গতি উপচে পড়ার গতি নৈঃশব্দের গতি।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
এখানে মূল্যায়ন করতে নয় বরং মূল্য বুঝতেই আসা।
তাই কোন মন্তব্য উপযুক্ত মনে হয় না !
মন্তব্য না পেলে আমার ত্রুটি আমি কোথায় গিয়ে শিখবো মি. আনিস !!
আপনার ত্রুটি না স্যার । আলোকচিত্র আমার কাছে সবসময়ই বিমূর্ত । আর আপনার এত সুন্দর ও জীবন ঘনিষ্ঠ আলোকচিত্রের উপযুক্ত মন্তব্য করার মতো জীবন বোধ আমার এখনও তৈরী হয়নি স্যার ।




আপনার মন্তব্য পেয়েছি তাতেই খুশি মি. আনিসুর রহমান।