ঝরা ফুলের গান
কদমগাছের কদম ফুল
আর নদীর জলে পদ্ম ফুল-
নতুন নতুন দেখে দেখে
বেড়ে যায় কষ্ট অতল!
তুলোর গাছের শিমুল ফুল
গন্ধ সুবাস ঝরে বকুল।
বকুল ঝরা অমাবস্যার একটা তারা
পূর্ণতা পায় না এ আকাশ ছাড়া!
আকাশের বুক জুড়ে কায়ার ছায়া
কে জুড়ায় স্মৃতির মায়া –
শুধু মায়ার জলে উল্টো দুটিচোখ
নতুন নতুন দেখে দেখে
বেজাই বাড়ে কষ্ট অতল!
“আকাশের বুক জুড়ে কায়ার ছায়া
কে জুড়ায় স্মৃতির মায়া।”
শব্দনীড় এ আপনার লিখা প্রকাশিত হয়; কিন্তু আপনার সরব উপস্থিতি নেই কবি।
দুঃখ পেলেও আপনার এই কবিতায় মন্তব্য থেকে বিরত থাকলাম। দুঃখিত।
দুঃখিত !