ক্রিপ্টকারেন্সি বা ডিজিটাল কারেন্সি কী?

আজ আমি আপনাদের এমন দুটি কারেন্সি বা মুদ্রার সাথে পরিচয় করিয়ে দিব, যার মূল্যের সাথে সোনা, রূপা, হীরা, মতির মূল্য খুবই নগণ্য। তো চলুন জেনে নেই সেই মুদ্রা গুলো সম্পর্কে…

ক্রিপ্টকারেন্সি বা ডিজিটাল কারেন্সি এমন এক ধরনের মুদ্রা যা কোন থার্ড পার্টি ছাড়াই কম্পিউটার থেকে কম্পিউটারে বা মোবাইল থেকে মোবাইলে লেনদেন করা যায়।
যেমন- BTC বা TCC।

প্রথমে জেনে নেই BTC র সম্পর্কে.. BTC বা Bitcoin হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা যা ২০০৯ইং সালে চালু হয়েছিল এক একটি কয়েন শুধুমাত্র ২০ পয়সা দামে। আর সে সময় এর গ্রাহক ছিল কয়েক হাজার মানুষ। আর এখন ২০১৭ইং সালে মাত্র ৮ (আট) বছরের মধ্যে এক একটি Bitcoin এর মূল্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্লাস হয়েছে। এটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আপনি নিজেই এটির প্রমাণ দেখতে পারেন। এর জন্য আপনার মোবাইলের Play store থেকে Easy বা All Currency Converter নামে একটি Apps Install করে সেখানে একপাশে BTC আর একপাশে BDT দিয়ে প্রমাণ দেখতে পারবেন। অথবা গুগল থেকেও দেখতে পারেন। ইতিমধ্যে Bitcoin এর প্রচলন পৃথিবীর অনেক দেশে চালু হয়েছে, এমনকি সেই দেশ গুলোতে Bitcoin এর ATM বুথও বের হয়েছে। আর সরাসরি এই Bitcoin দিয়ে সেই দেশ গুলোতে খুব সহজেই ক্রয়-বিক্রয় করা যায়।

২. TCC বা The Champ Coin চালু হয়েছে শুধুমাত্র ৩৫ পয়সা করে ১৪ জানুয়ারি ২০১৭ যা Champ Cash নামক একটি Advertising আউটসোর্সিং কোম্পানি বের করেছে। আর ইতিমধ্যে এই কোম্পানিতে ১.৫ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে। বর্তমানে TCC র মূল্য ৪০/৫০ টাকা হয়ে গেছে এবং আগামী ৫ বছরের মধ্যে এক একটি TCC র মূল্য Bitcoin এর মূল্যকে পিছিয়ে ফেলে দিবে। তার কারণ BTC র চেয়ে TCC র মূল্য প্রতি মাসে ১০০% বেড়ে যাচ্ছে।

………………..
হাফেজ মাসউদ

হাফেজ মাসউদ সম্পর্কে

সাফল্যের জন্য দূরদর্শী হওয়া কিংবা প্রতিভার তেমন গুরুত্ব নেই। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থেকেই সাফল্য আসে। হাফেজ মাসউদ চ্যামক্যাশ ইউজার বাংলাদেশ।

4 thoughts on “ক্রিপ্টকারেন্সি বা ডিজিটাল কারেন্সি কী?

  1. বিষয়টি এতো বিস্তারিত জানা ছিলো না। শেয়ার করার জন্য ধন্যবাদ হাফেজ সাহেব।

    1. কয়েনের প্রতি দিন দিন মানুষের চাহিদা অনবরত বাড়ছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।