জল সাহস

জল সাহস

শুন যমুনা তোর বুকে যৌবনের জোয়ার উঠেছে
এই জোয়ারে যতোই ক্ষতবিক্ষত ভয় দেখাস-
তবুও এতটুকু ভয় করি না – না
তোর জলে ভাসতে জানি! আছে জল সাহস।
শুধু দুঃখ একটাই- জানিস –
তোকে গণতন্ত্রের শাসন ফরমেটে
আনতে পারছি না- না-
এটা আমাদের ব্যর্থতা- তুই তা মনে করিস
হয় তো একদিন নিজেই মানবি;
তখন হয় তো আমরা থাকব না- না
শুধু এতটু অনুরোধ ! সেই আনন্দটা জানিয়ে দেস।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জল সাহস

  1. সর্বংসহা যমুনাও কখনও যমুনা-সর্বনাশী হয়। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।