জল সাহস
শুন যমুনা তোর বুকে যৌবনের জোয়ার উঠেছে
এই জোয়ারে যতোই ক্ষতবিক্ষত ভয় দেখাস-
তবুও এতটুকু ভয় করি না – না
তোর জলে ভাসতে জানি! আছে জল সাহস।
শুধু দুঃখ একটাই- জানিস –
তোকে গণতন্ত্রের শাসন ফরমেটে
আনতে পারছি না- না-
এটা আমাদের ব্যর্থতা- তুই তা মনে করিস
হয় তো একদিন নিজেই মানবি;
তখন হয় তো আমরা থাকব না- না
শুধু এতটু অনুরোধ ! সেই আনন্দটা জানিয়ে দেস।
সর্বংসহা যমুনাও কখনও যমুনা-সর্বনাশী হয়।