আলোর স্কুল

অনেকেরই আলোর বড্ড অভাব!
তাই একজন শক্তিশালী আলোর স্কুল খুলেছেন,
যার ইচ্ছে আসবে, যার ইচ্ছে নেই আসবে না!
তবে দরোজা সবসময় খোলা থাকে,
কেউ ইচ্ছে করলে থাকবে মাসকয়েক!
কেউ চাইলে কাছাকাছি এসে মুখ ফিরিয়েও নিতে পারে!
আবার কেউ চাইলে পুরো জীবন কাটাতে পারে এই আলোর স্কুলে।

তাই বলছি কি?
সময় আর নেই বাকি।
সবাই এসো দলে দলে
এই আলোর স্কুলে।
যার যার আলোর অভাব,
এসো আলোতে
ছেড়ে দাও মন্দ সভাব।

এই স্কুল সবার জন্য,
এখানে দুঃখের চর্চা হয়,
সুখের চর্চা হয়,
ভালোবাসার চর্চা হয়,
বন্ধনের চর্চা হয়,
বেদনার চর্চা হয়,
যুদ্ধের চর্চা হয়,
সাম্যবাদ এর চর্চা হয়,
সত্যের চর্চা হয়,
সভ্যতার চর্চা হয়,
মানবতার চর্চা হয়।

এসো ভর্তি হবে,
এই আলোর স্কুলে।

3 thoughts on “আলোর স্কুল

  1. আলোকিত থাক মন; আলোকিত থাক পৃথিবী। শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগলো আলোর স্কুল ! আলোকিত হোক সবাই। আলোকিত হোক সমাজ, রাষ্ট্র তথা সমগ্র বিশ্ব !

মন্তব্য প্রধান বন্ধ আছে।