কলঙ্কিত শশী

ঘুমন্ত পৃথিবী
রক্তের স্রোতে ভেসে যায় একান্ত দ্বীপ
অনন্তের পথে… সীমান্তের ওপারে
হেসে মরে পাষাণপুরি… জ্বলন্ত আগুনের জিভ।

ক্ষুধার্ত নদী
স্পর্ধিত হুংকারে চলে ভাঙনের তাণ্ডব
বুকের চাতালে নিত্য হাহাকার, আত্মার গহ্বরে
ডুবে মরে স্বপ্নের কারিগর… সরোদ শরীফ।

ক্রান্ত শর্বরী
পরাক্রান্ত মৃগ নয়নে বাড়ে ভার- অশ্রু লগন
পল্লবিত বৃক্ষ জানে- অন্তস্থ বনে
কিসের আশায় ছুটছে খরস্রোতা… শশাঙ্ক পাণে।

দাউদুল ইসলাম
২/৮/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “কলঙ্কিত শশী

  1. শব্দ ভাবনা এবং অনুভূতির প্রকাশ লিখাটিকে অনেকখানি রীচ করে তুলেছে।
    অভিনন্দন এবং সালাম রইলো স্যার। অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।

  2. বেশ কিছুদিন পর আপনার লেখা পেলাম। দারুণ

মন্তব্য প্রধান বন্ধ আছে।