পাওয়ার মেশিন
দরকষাকষির বাজার থেকে হেঁটে আসার পর
লোকজন তাকে সালাম দিতে শুরু করে
অথচ হাতে তাঁর তেমন বাজার নেই
বড় মাছ নেই
মাংস নেই
সবজি নেই
যা আছে তা হলো পাওয়ার মেশিন
হাঁটে গেলে লোক জুটে যায়
মিথ্যা বললে সত্য হয়ে যায়
আয়েশী জীবন কাটে ঘাটে ঘাটে
আর আমরা রুটি কুড়িয়ে খাই
বাজার সদাই করি
সবজি কিনি
মাছ কিনি
কদাচিৎ মাংসও কিনি
পাওয়ার মেশিন দুর্বল হলেও
আমাদের সত্যটা সত্যই থেকে যায়।
'যা আছে তা হলো পাওয়ার মেশিন

হাঁটে গেলে লোক জুটে যায়
মিথ্যা বললে সত্য হয়ে যায়।' ___ আসলেই সত্য বলেছেন প্রিয় কবি।
এরই নাম জীবন কবি দা।