ক্ষমতাই ধর্ম
বিষণ্ন সঙ্কীর্ণ জোয়ার তুলা মনে-
একি দেখছি, মানবতার কোন ধর্ম নাই ।
ক্ষমতাই হলো সবচাইতে বড় ধর্ম- বুঝতে পাই;
আকাশ বাতাস জল স্থল বহে তার স্বাক্ষী-
তাই তারা নাফ নদীতে ডুবলো রক্তভাসী;
আইএস নামের সন্ত্রাসী কাণ্ড-
এ এক ক্ষমতারী যে ধর্ম ।
আর্ন্তজাতিক সংস্থার স্বার্থ নাই বলে-
ওরা খেলে -ওরা ভাসায় রক্তজল –
রক্তহোলি খেলের আনন্দ
কি বর্বরতা আগুন জ্বলে
হু বিশ্ব মানবতা নির্জনে করে
ঘুঘু ডাকা আর্তনাদ-
ধর্ম বর্ণ জাতির ভেদাভেদের মধ্যে
কি খেলে যাবে- কোন ধর্মের
ছলনার গুণাবলে কি পায় স্বাদ;
না -না সকল ধর্মের উৎস দেখি
এখন ক্ষমতা ক্ষমতাই জেনো
মহাধর্মে সাধ্বী প্রসাদ।
ঈশ্বরের ক্ষমতা শূন্য হয়েছে
এই ধরণীর বুকে তাই বুঝি দেখো না
ক্ষমতা নাই -আমরা যারা সঙ্কীর্ণ
দোয়া করি ঈশ্বর তোমার
ক্ষমতা ধর্মের জয় হোক।
‘ঈশ্বরের ক্ষমতা শূন্য হয়েছে
এই ধরণীর বুকে তাই বুঝি দেখো না
ক্ষমতা নাই -আমরা যারা সঙ্কীর্ণ
দোয়া করি ঈশ্বর তোমার
ক্ষমতা ধর্মের জয় হোক।’
ক্ষীপ্রতায় জন্ম কবিতা
ভাল লেগেছে- কবি… অভিনন্দন