স্বর্গীয় আরণ্যক-৭

স্বর্গীয় আরণ্যক-৭

আরণ্যক তোর রক্তের মাঝে যে স্বভাব আছে
আরাধনা করে তা কি দূর করা সম্ভব?
তোর স্বভাব কিছু দিনের জন্যে ঘুমিয়ে যেতে পারে
যখন স্বভাব আবার ঘুম থেকে উঠবে
তখন তুই কি করবি?

আরণ্যক তুই যা জানিস
তা ছোট একটা বাচ্চাও জানে
প্রতিদিন তুই যা ধ্যান করে জেনেছিস
তা আগে থেকেই জানত অনেকে
আরণ্যক তুই যেখানে আত্মনিয়ন্ত্রণ করে ভাল থাকিস
সেখানে অনেকেই স্বাভাবিকভাবেই তোর চেয়ে ভাল আছে
তুই যে ভাল কাজগুলো করিস অনেক যত্মে
সে কাজগুলো অনেকেই করে যাচ্ছে অবলিলায়
তোর ভুলগুলো ভুল-ই রয়ে গেল
ওগুলো অবলা শিশুরাও করবে না
তুই যে মন্দ গুলো করিস
সেগুলো আর কেউ না করুক,তুই-ই তো করিস
প্রতিদিন তোর কষ্ট করে ভাল থাকা
প্রতিদিন তুই সত্য বলার অভ্যাস করিস
দেখ অনেকেই স্বাভাবিক ভাবেই তোর চেয়ে সত্য বলে
প্রতিদিন তোর চেষ্টাকরেও পাপ ছাড়ার অভ্যাস গেল না
ছোট শিশুদেরর কাছে যাস ,মূর্খ কিংবা দূর্বলদের কাছে যাস
তাদের কাছ থেকে কিছু শিখে নিস
দেখিস তুই যা আরাধনা করে শিখেছিস
তোর চেয়েও বেশী জানে শিশুরা,মূর্খরা ও দূর্বলেরা।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “স্বর্গীয় আরণ্যক-৭

  1. অসাধারণ একটি ক্যারেক্টার তৈরী হতে চলেছে “আরণ্যক“।
    পরিচ্ছন্ন এবং সাবলীল ভাবে চলছে এই ধারাবাহিকটি। এগিয়ে নিন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।