গল্প বলে দীর্ঘশ্বাস

গল্প বলে দীর্ঘশ্বাস

এক গল্পস্বল্প-এক গল্পস্বল্প
ভালোই হচ্ছে-
যত প্রসংশা আশ্বিনের
বাতাস ছুঁইয়েছে;
গল্প করে -গল্প করে
ঘামের দেহ-
স্বল্প আনে ঘুমের ঘোরে
দীর্ঘশ্বাসে মেহ।

গল্প চরিত্রে নায়ক ভিলেন
অভিনয় বুঝা বড়ই কঠিন-
শুধু দর্শকের দুঃখ, চোখের
জলে মলিন- এক গল্প
এক গল্প ভালো হচ্ছে
রঙে রঙিন।

আগুনে পুড়ে যায়
ছাই হয়ে উড়ে যায়-
তবুও ভাল এতটুকু
প্রশংসায় শান্তি পাই-
গল্প মুখে পুড়ে নাই- পুড়ে নাই
গল্প বলে দীর্ঘশ্বাস দর্শক
বার মাসে কার্তিক ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “গল্প বলে দীর্ঘশ্বাস

  1. বাস্তব এবং অতি বাস্তবতায় গল্প এখন শুধুই দীর্ঘশ্বাস। শুভ সন্ধ্যা মি. বাউল কবি।

  2. দ্রুত প্রকাশ করার জন্য এমনটি হয়েছে ভাই…"প্রশংসা".. প্রথম প্যারায়… ভালো লাগছে

মন্তব্য প্রধান বন্ধ আছে।