শেষ বেলার উষ্ণতা
বেলা শেষে অনিচ্ছার কুঁড়েঘরে যদি দ্যাখা হয়ে যায়
দ্যাখা হয়ে যায় তোর ইস্পাত গলা মায়াবী দু’চোখের
অন্ধগলির কোণঠাসা কামড়ায় ধারালো ওষ্ঠের সাথে
তুই কি তখন বক্ষ মাঝে জ্বলন্ত শিখায় শীতলতার স্পর্শ
পেয়ে চিনতে পারবি? কতটা উষ্ণতায় কাতর আমি?
শেষ বেলার উষ্ণতা
বেলা শেষে অনিচ্ছার কুঁড়েঘরে যদি দ্যাখা হয়ে যায়
দ্যাখা হয়ে যায় তোর ইস্পাত গলা মায়াবী দু’চোখের
অন্ধগলির কোণঠাসা কামড়ায় ধারালো ওষ্ঠের সাথে
তুই কি তখন বক্ষ মাঝে জ্বলন্ত শিখায় শীতলতার স্পর্শ
পেয়ে চিনতে পারবি? কতটা উষ্ণতায় কাতর আমি?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ এবং ইন্টারেস্টিং লিখা উপহার মি. রুদ্র আমিন। শুভ সন্ধ্যা।
জেনে ভালো লাগলো ভাইজান।
অনিচ্ছার কুঁড়েঘর —- পছন্দ হইল।
শুভেচ্ছা রইল আমিন ভাই।
ভালোবাসা ভাইজান।