যুক্তি আর উক্তি

যুক্তি আর উক্তি

যুক্তি পিটে গড়ে যায় নীলাভুমির উক্তি
দু’য়ে সমান মানুষীর সাদা কালো কুস্তি !
সেতো রাগ আর অভিমান মিলে মিছে
হয়ে যায় ভালোবাসার অসীম কিস্তি।

যুক্তি উঠান জুড়ে বিনম্র শ্রদ্ধা ভুজন
উক্তির চায় আরো আকাশসম ওজন-
সবই এক আঁকা বাঁকা বৈচিত্র ভক্তি
পেটপিড়া ক্যান্সারে যুক্তি আর উক্তি ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “যুক্তি আর উক্তি

  1. আপনার লিখায় প্রায়ই আমি নতুন নতুন সব বাংলা শব্দের সন্ধান পাই। ভালোই লাগে। অভিননন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। শুভেচ্ছা জানবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।