যুক্তি আর উক্তি
যুক্তি পিটে গড়ে যায় নীলাভুমির উক্তি
দু’য়ে সমান মানুষীর সাদা কালো কুস্তি !
সেতো রাগ আর অভিমান মিলে মিছে
হয়ে যায় ভালোবাসার অসীম কিস্তি।
যুক্তি উঠান জুড়ে বিনম্র শ্রদ্ধা ভুজন
উক্তির চায় আরো আকাশসম ওজন-
সবই এক আঁকা বাঁকা বৈচিত্র ভক্তি
পেটপিড়া ক্যান্সারে যুক্তি আর উক্তি ।
আপনার লিখায় প্রায়ই আমি নতুন নতুন সব বাংলা শব্দের সন্ধান পাই। ভালোই লাগে। অভিননন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। শুভেচ্ছা জানবেন।