পুণ্য পাপে সাই// বাংলা লতিফা (০২)
ধূসর মৃত্তিকা কায়াঞ্জলি মায়া ভরা গাংচিল
স্মৃতির ডানা উড়ন্ত গগনে মেলে সাংনীল;
কখনো বেদনা ছায়া, মৃত্তিকা করেছে রঙিন-
রঙমঞ্চ উঠানে শুধু সবুজ শ্লোগানে মলিন!
একদিন দলে দলে শঙ্খচিল অমৃত দেখিতে পাই ?
শুধু সুরলহরী মৃত্তিকা বুকে পুণ্য পাপে সাই।
.
২৫-১০-১৭
========
একটা নতুন ধারা লেখলাম যাকে বলা হয় ‘‘বাংলা লতিফা’’।
‘‘বাংলা লতিফা’’ ধারার লিখা এই প্রথম জানা হলো। অভিনন্দন প্রিয় বাউল কবি।