কথকতা
– হ্যালো! আছ ওপারে নিশ্চিন্ত পূর্বস্মৃতির ছায়া গতিপথে?
– আছি, কিন্তু তুমি কে হে কালাপাহাড়, হাতে ঝুলি চুরি কর সময় আমার? ছাড় ছাড় এখন ভাসান আসে, এখন ভাসান যায়…।
– সুস্থ আলোরা লুকিয়েছে কর্কটক্রান্তি রেখায় দীপান্বিতা লক্ষ্মীর আসনের পাশে। বিরক্তির কি আছে, জানিই তো তুমি মোগলসাম্রাজ্যের শেষ পাটরানী, ভাসানের সাক্ষী থাক নিরুপদ্রব জানলায়।
– জানো যদি, রোজই তবে এবেলা ওবেলা উঁকি দাও কেন শার্সির পাশে? দুবেলা কিসের এত হাঁকাহাঁকি ডাকাডাকি অসংস্কৃত রুক্ষ যাযাবর?
– সব জানা জেনে গেলে সমুদ্র শুকায়, সব জানা শেষ হলে জল সব উড়ে গিয়ে গ্রহ হয় লাল রঙ অমঙ্গল গ্রহ।
– যতসব অলক্ষণা বাকচাতুরিকা, পাগলেই এসব বলে। আছি তো সুস্থ সবল বিরাট প্রভাবশালী গাছ ছায়াতলে, ওসব বাউন্ডুলে কে কেয়ার করে? ছাড় ছাড় ফোন ছাড়, ভাসান মিছিল ফিরে ফিরে আসে সুখী জানলায়।
– সূর্যোদয়েই সূর্যাস্তের রঙ লাগে লোহিত মৃত্তিকায়, বেশ তবে তাই থাক সুখডানা মেলে। বেশ তবে কথাদের বলো গুডবাই!
কথকতা কথোপকথন মন্দ লাগে না পড়তে প্রিয় কবি সৌমিত্র।
বেশ কথকবৃত্তি …
শুভ সকাল প্রিয় দাদা