কাঁপছে বর্ণমালা

কাঁপছে বর্ণমালা

বর্ণমালা কাঁপছে, শীতের দেবতার তরে
উষ্ণতা খুঁজছে, শৈত্যপ্রবাহ কুয়াশা জুড়ে;
দুটি ব্যাগে বর্ণমালার দূরগম পথ ছুটে চলার প্রত্যয়
নতুন প্রজন্ম স্কুল কলেজ প্রঙ্গনে কত উদ্যোগ-
তাদের সোনালী ভাবনায় এক অভয়চিত্র খেলা রয়;

যত শীত শৈত্যপ্রবাহ রাস্তার মোড়ে করছে জয়!
বাস্তবতার বিবেক প্রসন্নচিত্ত এখন বাংলা মা;
অতঃপর আগামীদিনে হবে না বর্ণমালার ক্ষয়!
আশীর্বাদকাল শুধু চেতনাবোধ চারপাশ-
ওদের বেঁচে থাকা হবে এতোটুকু স্বর্গময় বসবাস।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “কাঁপছে বর্ণমালা

  1. 'আশীর্বাদকাল শুধু চেতনাবোধ চারপাশ-
    ওদের বেঁচে থাকা হবে এতোটুকু স্বর্গময় বসবাস।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।