পিঁপড়াদের হায়াৎ দারাজ হোক
সবাই বোঝে না এমন ভাষা। আমরা যাকে স্বরণ করি তার নাম যদি মৃত্যু হয়
তবে আমাদের যাত্রা শুরু হোক আলোর দিকে।
বস্তুতঃ
আমরা
সহজে
কিছুই
ভুলি না।
আকাশের দৈর্ঘ্য আর প্রস্থ মাপতে চাওয়াটা নেহাত বোকামী ছাড়া আর কিছুই নয়
নটরাজের অভিনয় দেখতে দেখতে আমরা ক্লান্ত।
দৃশ্যপট
পাল্টে
গেলে
চোখের সামনে যা দেখি তার নাম পৃথিবী।
আমাদের চারদিকে ঘিরে আছে পূর্ববর্তী পাপ
প্রভূ, পিঁপড়াদের হায়াৎ দারাজ করে দিও।
পৃথিবীতে
শুধু তারাই
বাঁচতে
শিখুক।
শিরোনাম এবং শিরোনামীয় বক্তব্য স্বতন্ত্রতার দাবী রাখে। অভিনন্দন প্রিয় কবি।
বাহ্ কবি দা !! বেশ লিখেছেন তো !! আনকমন।