নাগরিক

নাগরিক

টানাহাসরা চলছে ও মন টানাহাসরা-
ও মন দেখতে কি পাও- কে কোথা কার নাগরিক ?
কোথায় বা তাঁর ঠিকানা- খুঁজতে গেলে
ছিড়ে যাবে আত্মারও বন্ধন তবু খুঁজ অগ্নিসহ নাগরিক।

জ্বলছো আপন ঈর্ষানল- পোড়ছো ঘর বাহিরে অন্তর
ধৈর্য্য ধর- ধৈর্য্য ধর আসছে তোমার
আসল নাগরিকত্বের সার্টিফিকেট সেথায় খুঁজ সু-নাগরিক
না নইলে হয়ে যাবে জাহান্নামে সরোবর।

২৬-০৪-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নাগরিক

  1. লিখায় এমন কিছু শব্দের ব্যবহার রয়েছে; যা কিনা আপনার লিখনীর স্বাতন্ত্র্যকে প্রমাণ করে। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। শুভেচ্ছা জানবেন। শুভদিন।

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি রিয়া দিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gifদি
      কবিতা পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।