নুড়ি-চমকানো পথে নিত্য
তোমার অবুঝ যাওয়া আসা
গোলাপী তোমার এত প্রিয় কেন ?
গোলাপের সৌরভে ভরে থাকো তাই ?
চোখে স্বপ্ন নিয়ে চলে যাও শুধু,
যমুনায় দেখো বসে আছে রাই
রূপের ভিতর থেকে ফুটে ওঠে
লাবনী মাখা গোলাপের পাপড়ি
আমার মুঠোয় ভরা একরাশ
ক্রিসেনথিমামের ঝরা কলি
মৌন পরিক্রমায় পৃথিবী ঘুরে নেয়
তার আমিকে এক দিন এক রাত
নিঃশ্বাসে তোমার গন্ধরাজ
মেঘ কালো চুলে পাহাড়ের নীরবতা
রক্তিম ঠোঁটে ঝরা মেপলের আল্পনা
একদিন ঠিক খুঁজে নেব সেই পথ
যে পথে শকুন্তলা হরিনশিশু খুঁজে নেয়
যে পথে ডাকহরকরা ভৈরবী গায়
দেখো একদিন ঠিক তোমায় ছোঁব
এই সমস্ত আমার আমিকে নিয়ে
আকাশের নীলিমায় ভরে যাবে
সোনালী সুখের অপরূপ কারুশিল্প
উজ্জ্বল আলোর অবাক ছন্দময়তায়
খুঁজে পাব আরব্যরজনীর চুম্বন
তুমি যে এত সুন্দর,
তাই তোমায় চেয়ে চেয়ে দেখি |
6 thoughts on “তুমি যে এত সুন্দর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কিছু কিছু লিখা এবং কিছু কিছু মানুষের সবাক উপস্থিতি মনকে আনন্দে ভরিয়ে দিয়ে যায়। … আপনি তেমনটাই আমার কাছে। নন্দিত শুভেচ্ছা রইলো বন্ধু।
আপনার মত এমন সজ্জন ও স্নেহপ্রবণ বন্ধু পাওয়াও ভাগ্যের কথা। আমার নমস্কার ও শুভেচ্ছা নেবেন ।
অনেক অনেক সুন্দর দিদি ভাই। ভাল লাগা রইলো।
অনেক ধন্যবাদ বোন, ভালোবাসা নিও ।
খুব সুন্দর লাগল দিদি——
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই পাশে থাকার জন্য ।