আপন ভেবে পর

===================
এমন ভাবনা কেউ ভাবি না-
দাদা দাদী- নানা নানীর কর্ম ভজন
কেউ দেখি না- কেউ বুঝি না;
কেমন করে বাড়ছে বয়স-
যাচ্ছে সময় ধর- পাঁকছে চুল দাড়ি
নুনে পরছে দেহ ঘর।

এমন সত্যকথা কেউ ভাবি না-
দিনকাল চলছে আপন ভেবে পর;
হাতের কাছে মৃত্যুর ডগর-
বুকের সাথে দোলবে টগর
কার গায়ে কখন কবে-
গন্ধ ছড়াবে মৃত্যু ভ্রমর।

০৬-০৫-১৮
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “আপন ভেবে পর

  1. আপনার লিখায় স্বতন্ত্রতা সব সময়ই থাকে। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

  2. শুভেচ্ছা রেখে গেলাম কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি দিদি 

      অনেক ধন্যবাদ ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।