চলে যেতে যেতে

-চলে যেতে যেতে

চলে যেতে যেতে
পথে থমকে দাঁড়ালে তুমি
পিছন ফিরে তাকালে কতক বার?
সময় ধেয়ে বাতাস কানে কানে
কাগজ পোড়া গন্ধ যেন;
অতীত ভাঁজের পরতে পরতে
মাঝে মাঝে উঁইপোকার কুরে কুরে খাওয়ার
মৃত্তিকা ঘ্রাণে জানান দেয় তোমাকে;

সে দিন নিঃস্ব হয়ে কেঁদে ছিল
উঠানে পাতা ঝরা সজনে গাছটা
পুঁইমাচা, ডালিম গাছে টোনাটুনি
কুয়াতলায় আতা গাছ
সাদা লাউ ফুলে লাল ডানার ফড়িং
কেঁদে ছিল আরও কতক
ঘরের টুঁইয়ে বসে থাকা চড়ুই
ফিরে তাকাতেই
বদলে গেল সব,,,,

-জমানো অভিমান

জমানো অভিমান। কখন যে রুপ নিয়েছে বিগ্র দ্রোহ। সব করবে তচ্ছনচ্ছ। যেন প্রকৃতির ঝড়। বাতাস বিদ্রহ। সব ভাঙ্গবে এখন। গুড়িয়ে দিবে সব। যত্ন করে সাজানো ছিল যা। মায়ার টান। মায়ার আদরে জোড়ানো মমতা। ভালোবাসা প্রেম সুবেদী কালে জড়ানো। কতক ছিল অতিব গোপন। তার জন্য শুধু তারই,,,

5 thoughts on “চলে যেতে যেতে

  1. অনেক অনেক ভালোবাসা হে প্রিয় মাটি ও মানুষের কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমার ভালোবাসা জানবে বন্ধু,,,,,,,,,,,,,,,,,জীবন ভালো কাটুক।

  2. মাঝে মাঝে উঁইপোকার কুরে কুরে খাওয়ার
    মৃত্তিকা ঘ্রাণে জানান দেয় তোমাকে;———–চমৎকার কবি দা

    1. কবিকে আমার বোশেখের ভালোবাসা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।