চলে ঊনিশ আর বিশ
আমার গাঁয়ে অসংখ্যা কলঙ্ক কয়টা করবো মুক্ত-
কলঙ্ক মুক্তহীন মরতে সানাই বাজে-ধানায় পানায়-
তবুও হবে কি কলঙ্ক মুক্ত কানায় কানায় !
গোলা ভরে আছে তাই,গুটিকয়েক কীটপতঙ্গের বীজ-
অশ্লালিন মিছিলে মিছিলে করে যাবে ঊনিশ আর বিশ !
বিশের ছায়ায় মঙ্গলের কায়ায় দিনের হবে শেষ-
তবুও কার আছে ভাই,সুধীসাধ্য গর্বরময় কলঙ্কমুক্ত লেশ;
নিত্য নতুন ভাবনার চোখে বাঁধবে কলঙ্কের আষাঢ়রি-
হলি খেলার রক্তমাঠ শুধু মগ্নচিত্তে সু-দূরপ্রসারি,
চলো সবে চলো-মুক্তময় আপনখাঁজা গড়ি।
নিত্য নতুন ভাবনার চোখে বাঁধবে কলঙ্কের আষাঢ় রি। জীবন যে এমনই প্রিয় কবি।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———-
সময়োটিত ভাবনা। শুভেচ্ছা নিন কবি দা
জ্বি দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———