শনিগ্রস্তের মত বেঁচে আছি
সাথে চলেছে একরাশ ভুল
কালনাগিনী পাকে পাকে পেঁচিয়ে রেখেছে
আলটপকা ভুল করে ফেলেছিলাম
তারই খেসারত দিয়ে যাই
রুমাল এগিয়ে আসে
তবে কিছু মোছায় না সব গিলে নেয়
সারা শরীরে অবাস্তব খিদে
হাতড়ে হাতড়ে আলো জ্বেলে দেখি
ম্যাপের নক্সাটাই হারিয়ে ফেলেছি
যেখানে গন্তব্যস্থল বলে আজন্মকাল
হেঁটে যেতে চেয়েছিলাম
নিজ কৃতকর্মের দোষে সেখানে রেখে এসেছি
একমুঠো ছাই
তবুও বলব না হেরে গেছি।
আমরা আমাদের মতো চলি। এই চলা না চলার ভিড়ে জীবন যেমন ক্লান্ত কখনও আমাদের মানসিকতা। অবসাদ যেন না ছোঁয়। শুভেচ্ছা রাখলাম প্রিয় কবিবন্ধু।
দারুণ লেখনি
অনেক সুন্দর কবি দি ভাই। শুভ সকাল