জ্যৈষ্ঠ মাসের মন্ত্র
ও ভাই বৈশাখ গেলো- জ্যৈষ্ঠ এলো
ফাল্গুন আর চৈত্র কানা- স্বপ্ন দেখে ফাঁনা ফাঁনা-
লিচু জাম- আম কাঁঠালে আকাশ মেঘে দানা দানা
কত চাটে থালা মাখা দুধে রসে বায়না-
ও ভাই বৈশাখ গেলো- জ্যৈষ্ঠ এলো।
মুকুল ফুটে ধরলো কত নাম না জানা আম
শ্বশুরবাড়ি মধুর হাড়িতে ঢাকা শহরের জাম-
আর ঝড় বৃষ্টি হাওয়া বাতাস দিল শুধু আড়ি
তাপদহ ভাদ্র আসি আসি শ্বশুরীর মুখে মন্ত্র-
তাল রসে পেকে যাবে সব যন্ত্র;
বড় আম ছোট্ট আম এই নিয়ে কারাকারি
অভিমানে অনুরোগে বাড়ির পথে হাঁটাহাঁটি-
তবুও ভাই ইচ্ছাঘুড়ি উড়ে বেড়ায় শত রঙে
মধুরসে আম কাঁঠালের ঝাকা নিয়ে জুড়াজড়ি।
ও ভাই বৈশাখ গেলো- জ্যৈষ্ঠ এলো।
১৬-০৫-১৮
লেখার সাথে প্রচ্ছদটাও অনেক সুন্দর হয়েছে। অভিনন্দন কবি দা।
জ্বি দিদি
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
"বড় আম ছোট্ট আম এই নিয়ে কারাকারি
অভিমানে অনুরোগে বাড়ির পথে হাঁটাহাঁটি-
তবুও ভাই ইচ্ছাঘুড়ি উড়ে বেড়ায় শত রঙে
মধুরসে আম কাঁঠালের ঝাকা নিয়ে জুড়াজড়ি।"
স্বাগতম হে মধুমাস … জ্যৈষ্ঠ মাস। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-