অসূর্যম্পশ্য
ভীষণ শুষ্ক হয়ে আছি
এ মরু প্রান্তর
শাখা প্রশাখাবিহীন
শতপদ্মের নির্যাসটুকু নিয়ে
কোনোভাবে বাঁচি
আমার শ্মশ্রুগুম্ফ ছাড়িয়ে যায় আমার আয়ু,
নি:শব্দ হও
খাজনা দিয়ে যাও মোর
ভগিনীসম প্রিয়া
বিশ্বাস করো এ তনু গৌরাঙ্গ
পথে পথে লুটিয়েছে শুধু
তোমারি তরে
বাকিরা দেখেও দেখে নি
অসূর্যম্পশ্য আমি
খাজনা দিয়ে যাও
স্মৃতির লেহনে
না না খাজনা চেয়ো না
আমি তোমার রূপ চোখেও মাখি নি।
আপনার লেখা পড়ে মুগ্ধ হই দিদি ভাই।
কবি যেখানেই থাকুন ভালো থাকুন; আনন্দে থাকুন। শুভেচ্ছা রাখলাম।
না না খাজনা চেওনা
আমি তোমার রূপ চোখেও মাখি।
দারুন অভিব্যক্তি গবেষক।