বিবর্ণ পুণ্যবতী

বিবর্ণ পুণ্যবতী

মিষ্টি ঠোঁটের আড়ালে- আগুনের পরশমণি
নব্য দেহের ভাজে ভাজে- অহমিকার ধরণী !
শব্দমালার সুবাস ছড়ে শীতল পাড়ার মাটি-
খাঁটি হলো তার পুণ্যদ সুখের ধূসর বিবর্ণ পাটি;

চক্ষু দেখিলো না- ধমনী বুঝিলো না কি আরতি !
সকল মাটিরদর জোনাকির জ্বালানির মুখবাতি
এতো দেহ- এতো অহমিকা সবই পাপ পুণ্যবতী-
আহা বালুচর ধু ধু -জল কলকল দুর্বাঘ্রাণে সমাধি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বিবর্ণ পুণ্যবতী

  1. "এতো দেহ- এতো অহমিকা সবই পাপ পুণ্যবতী-
    আহা বালুচর ধু ধু -জল কলকল দুর্বাঘ্রাণে সমাধি।"

    নিঃসন্দেহে আপনার অন্য সব লিখার মধ্যে এই লিখাটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা মনে হলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
      ভাল থাকুন——-

  2. শুধু সুন্দর নয় আজকের লেখা ভারী সুন্দর হয়েছে কবি বাবু। :)

    1. জ্বি দিদি 

      কবি বাবু হিসাবে আশীর্বাদ নিলাম

      অশেষ ধন্যবাদ ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।